Last Updated: Thursday, November 14, 2013, 16:39
ছিল একটা আস্ত স্কুল। রাতারাতি তা বন্ধ হয়ে চলে গেল প্রোমোটারের দখলে। তৈরি হবে বহুতল। শর্ট স্ট্রিট কান্ডের রেশ মিটতে না মিটতেই শহরের বুকে আরও একটি স্কুলে প্রমোটারের থাবা। বার ঘটনার অকুস্থল বেহালার স্কুল। এখানেও সব জেনে নিশ্চুপ পুলিশ। আদালতের নির্দেশ সত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে অভিযোগকারীদের কপালে জুটছে অনবরত হুমকি।