Last Updated: Friday, March 22, 2013, 21:42
হোলি মানেই আনন্দ, উন্মাদনা আর স্বাধীনতা। বছরের ৩৬৪ দিনের ঝুটঝামেলা ঝেড়ে ফেলে একটা দিন সত্যি সত্যিই রঙিন হয়ে ওঠার সমারোহ। এই একটা দিনের মজার রেশে মিশে থাকে কিছু ঝক্কিও। হোলির পর ত্বকের, চুলের সমস্যায় ভুগতে হয় প্রায় সকলকেই। তবে খেলার আগে ও পরে কিছু সাবধানতা মেনে চললে ঝক্কি অনেকটাই এড়ানো যায়। রইল ঝক্কি এড়ানোর কিছু সহজ টিপস।