চৌধুরী মইনুদ্দিন - Latest News on চৌধুরী মইনুদ্দিন| Breaking News in Bengali on 24ghanta.com
মুক্তিযুদ্ধের সময় ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার দায় মৃত্যুদণ্ড দুই আল-বদর নেতার

মুক্তিযুদ্ধের সময় ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার দায় মৃত্যুদণ্ড দুই আল-বদর নেতার

Last Updated: Sunday, November 3, 2013, 23:28

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে আল-বদর বাহিনীর দুই নেতার মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার দায়ে অনাবাসী বাংলাদেশি আশরাফুজ্জামান খান ও চৌধুরী মইনুদ্দিনকে দোষী সাব্যস্ত করেছে ঢাকার আদালত। ১৯৭১ সালের ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক, ৬ সাংবাদিক ও ৩ চিকিতসককে অপহরণ করে খুন করা হয়।