ছত্রিসগড় - Latest News on ছত্রিসগড়| Breaking News in Bengali on 24ghanta.com
ছত্তিসগড়ে মাও হামলার তদন্তে এনআইএ

ছত্তিসগড়ে মাও হামলার তদন্তে এনআইএ

Last Updated: Monday, May 27, 2013, 11:09

রাজ্য সরকারের অনুমতি পাওয়ার ছত্রিসগড়ে কংগ্রেস নেতাদের ওপর মাওবাদী হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএকে দিয়ে তদন্ত করার নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্ররাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে জানিয়েছেন, "আমি রমন সিংয়ের সঙ্গে কথা বলেছি, তিনি এনআইএকে দিয়ে তদন্ত করাতে রাজী হয়েছেন।" স্বরাষ্ট্র সজিব আর কে সিংকে তদন্তের তত্ত্বাবধান করার নির্দেশ দিয়েছেন তিনি।