Last Updated: Tuesday, July 3, 2012, 15:42
মিমি রজার্স এবং নিকোল কিডম্যানের পর এবার কেটি হোমস। এই নিয়ে তৃতীয়বার বিবাহ বিচ্ছেদ ঘটতে চলেছে টম ক্রুজের। গত মাসের ২৮ তারিখ বিবাহ বিচ্ছেদের আবেদন জানান অভিনেত্রী কেটি হোমস। সেখানে তাঁদের ছ`বছরের কন্যা সুরিকে নিজের কাছে রাখারও আর্জি জানিয়েছেন তিনি। এরপর থেকেই মন ভালো নেই হলিউড সুপারস্টার টম ক্রুজের।