Last Updated: Monday, August 27, 2012, 23:21
দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আজিজুল বৈদ্য খুনের ঘটনায় মূল অভিযুক্ত মিঞাজান হালদারকে গ্রেফতার করল পুলিস। গ্রেফতার হওয়ার পরেই প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের ভাই খুদের বিরুদ্ধে নতুন করে একপ্রস্থ অভিযোগ আনলেন মিঞাজান। তাঁর দাবি, টাকা লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত খুদে এবং বিষয়টি আগাগোড়াই জানতেন তাঁর দাদা আরাবুল ইসলাম।