Last Updated: Friday, September 30, 2011, 20:53
আফগানিস্তানে হাক্কানি গোষ্ঠীর জঙ্গি কার্যকলাপ ঠেকাতে পাকিস্তানের সক্রিয় সহযোগিতা ছাড়া চলবে না। নাম না করেই আফগান বিদেশমন্ত্রী জালমাই রসুল বলেন, তাঁদের দেশে জঙ্গি অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্ত পারের দেশ থেকে নিয়মিত উস্কানি দেওয়া হয়। এর আগে আমেরিকাও জানিয়েছিল আফগানিস্তানে সক্রিয় হাক্কানি গোষ্ঠীকে প্রত্যক্ষ মদত দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।