Last Updated: Monday, March 11, 2013, 14:45
নিজের প্রথম আইটেম নম্বরের শুটিং শেষ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঞ্জয় গুপ্তার ছবি শুটআউট অ্যাট ওয়াডালাতে বদমাশ বাবলি তিনি। আশির দশকের প্রেক্ষাপটে তৈরি ছবি শুটআউট অ্যাট ওয়াডালাতে প্রিয়াঙ্কাকে পাওয়া যাবে একেবারে রেট্রো লুকে। আর প্রিয়াঙ্কার পছন্দ জিনাত আমন। গানের তিনটে লুকেই থাকবে জিনাতের ছোঁয়া।