জেডিইউ`র পর শিবসেনার - Latest News on জেডিইউ`র পর শিবসেনার| Breaking News in Bengali on 24ghanta.com
জেডিইউ`র পর শিবসেনার সমর্থন প্রণব মুখার্জিকে

জেডিইউ`র পর শিবসেনার সমর্থন প্রণব মুখার্জিকে

Last Updated: Tuesday, June 19, 2012, 10:06

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে বিজেপি শিবিরে চরম অনিশ্চয়তার মধ্যেই প্রণব মুখার্জিকেই সমর্থনের কথা জানিয়ে দিল শিবসেনা। প্রণব মুখার্জি শিবসেনা প্রধান বাল ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেন। এরপরই প্রণববাবুকে সমর্থনের সিদ্ধান্ত নেয় শিবসেনা। এর আগে জেডিইউ প্রণব মুখার্জিকে সমর্থনের কথা জানিয়েছিল।