Last Updated: Wednesday, April 3, 2013, 21:05
বাদশাহি কায়দায় আইপিএল সিক্সের উদ্বোধন মাতিয়ে দিলেও শাহরুখের ওপর বেজায় চটেছেন জেনিফার লোপেজের ম্যানেজার বেনি মেডিনা। তাঁর বক্তব্য, জেনিফারের মুখ পুড়িয়েছেন শাহরুখ। আইপিএল সিক্সের উদ্বোধনে অনুষ্ঠান করার জন্য শাহরুখের সঙ্গে কথাবার্তা চলছিল জেনিফারের।