টমেটো রাইস উইথ রসম - Latest News on টমেটো রাইস উইথ রসম| Breaking News in Bengali on 24ghanta.com
টমেটো রাইস

টমেটো রাইস

Last Updated: Thursday, September 27, 2012, 12:19

দক্ষিণ ভারতের এই খাবারটি সেখানকার ঘরে ঘরে বেশ প্রসিদ্ধ। সুস্বাদু এই পদটি তৈরি করাও বেশ সহজ। তাই হঠাৎ চলে আসা অতিথিকে তৃপ্ত করতে পাতে পেড়ে দিতেই পারেন টমেটো রাইস। সঙ্গে দিন এক বাটি রসম। জমে যাবে। বিশেষ করে গরম কালের দুপুরে স্বাদ বদলাতে ট্রাই করতেই পারেন এই খাবার।