Last Updated: Tuesday, September 27, 2011, 23:08
টাইফুন নেসাতের তাণ্ডবে লন্ডভন্ড উত্তর ফিলিপিন্স। ইতিমধ্যেই বাইশ মাসের এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ চারজন। মঙ্গলবার ভোরে উত্তর লুজোন দ্বীপে আছড়ে পড়ে নেসাত। এরপর থেকেই বেড়েছে বৃষ্টির মাত্রা। অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি বন্যার জলে ডুবে গেছে। এরই মধ্যে বাঁধ থেকে জল ছাড়ায় কোনও কোনও এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।