Last Updated: Thursday, December 19, 2013, 15:44
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভাল হল না মহেন্দ্র সিং ধোনিদের। ২৮৫ রানে প্রথম ইনিংস শেষ হয়ে গেল ভারতের। গতকালের রানের সঙ্গে যোগ হল মাত্র ২৫ রান। শেষ চারটে উইকেট পড়ল মাত্র ১৬ রানের মধ্যে। ভারতের শেষ তিনজন টেলেন্ডার ব্যাটসম্যান আউট হলেন শূন্য রানে।