Last Updated: Tuesday, January 22, 2013, 20:33
চার্চিল ম্যাচে হারের পর ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যানের সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন ফুটবলারদের একাংশ। বাদ যাননি ক্লাবের শীর্ষকর্তারাও। মঙ্গলবার সেইসব সমালোচনার পাল্টা জবাব দিলেন ট্রেভর জেমস মরগ্যান। ইস্টবেঙ্গল কোচ পরিষ্কার জানান, পেছনে বলা সোজা। তাই কারও কিছু বলার থাকলে যেন সামনে এসে বলেন।