Last Updated: Wednesday, February 13, 2013, 21:44
ডার্টি সিল্কের চরিত্রে অভিনয় তাঁকে এনে দিয়েছে জীবনের প্রথম জাতীয় পুরস্কার। এবার ভারতরত্ন এম. এস. শুভলক্ষ্মীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা। সঙ্গীত শিল্পী শুভালক্ষ্মীর জীবন নিয়ে দক্ষিণী পরিচালক রাজীব মেননের ছবিতে এই ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে।