Last Updated: Monday, September 3, 2012, 22:56
ক্রমশ ছড়িয়ে পড়ছে ডেঙ্গি। রাজ্যে আক্রান্তের সংখ্যা দু`হাজার ছুঁইছুঁই। নতুন করে ছ`জনের মৃত্যুর খবর মিলেছে। এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাড়ল ২৪। যার মধ্যে কলকাতাতেই মারা গিয়েছেন ১৯ জন। যদিও সরকারি হিসেবে রাজ্যে মৃতের সংখ্যা ৭।