তবে তাই হোক - Latest News on তবে তাই হোক| Breaking News in Bengali on 24ghanta.com
কবে কী হল, কেন হল?

কবে কী হল, কেন হল?

Last Updated: Tuesday, December 4, 2012, 16:09

বাংলা ছবিতে স্বর্ণযুগ-টু এর দু বছর পেরিয়ে গিয়েছে। আর্ট ছবিকে অফবিট বলার কায়দাও সর্বজনবিদিত। তবে জোরগলায় এমনটা-আগে-হয়নি মোড়কে পরিবেশন, ছবি রিলিজের আগেই অঢেল প্রশংসা, ফোটোশুটের তুবড়ি, পোস্টারে নায়িকার পিঠখোলা ইশারা সব মিলিয়ে একেবারে উত্তুঙ্গ হাইপের পর সিনেমাহলে ঢুকে যদি দেখি আদ্যন্ত কাঁচা ছবি, তাহলে কেমন লাগে বলুন তো! এমতাবস্থায়, এছবির রিভিউ লিখতে বসে বক্স অফিসে বাড়ানো কিছু হাতকে অ্যালার্ট করি. পোস্টার দেখে প্রতারিত হবেন না।