Last Updated: Wednesday, October 17, 2012, 22:07
রূপনারায়ণের নদী ভাঙনে তলিয়ে যেতে বসেছে তমলুক পুরসভার বিস্তীর্ণ এলাকা। ভাঙনের কবলে পড়ে প্রতিদিন ঘর হারাচ্ছেন বহু মানুষ। এলাকাবাসীর অভিযোগ বারবার জানানো সত্বেও সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। উপায় না দেখে ঘর ছেড়ে চলে যাচ্ছেন এলাকার বাসিন্দারা। প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে আসছে রূপনারায়ণ। তমলুক পুরসভার এক, ষোল এবং আঠারো নম্বর ওয়ার্ডের একাংশ এখন জলের তলায়। নদী ভাঙনে তলিয়ে গিয়েছে বেশ কিছু বাড়ি, বাগান।