Last Updated: Sunday, May 27, 2012, 17:02
রবিবার তিনদিনের মায়ানমার সফরে গেলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সোমবার সেদেশের প্রেসিডেন্ট থিন সিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। মায়ানমারের নতুন রাজধানী নায়-পাই-তাওয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। পঁচিশ বছর পর আবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই সরকারি ভাবে মায়ানমার সফর।