Last Updated: Saturday, April 19, 2014, 10:36
এভারেস্ট অভিযানে খুম্বু হিমবাহে প্রবল তুষারধসে মৃত্যু হল ১৩ জন শেরপা গাইডের। আহত হয়েছেন ৩ জন পর্বতারোহী। ৭ জন পর্বতারোহীর খোঁজ মিলছে না। তুষারধসে চাপা পড়ে আহত অনেকে। আহতদের উদ্ধারে নামানো হয়েছে কপ্টার।
more videos >>