তৃণমূল কংগ্রেস     - Latest News on তৃণমূল কংগ্রেস    | Breaking News in Bengali on 24ghanta.com
রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, বিক্ষোভে তৃণমূল

রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, বিক্ষোভে তৃণমূল

Last Updated: Tuesday, October 15, 2013, 17:57

রাজ্যকে আগে থেকে কোনও কিছু না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। আজ এই অভিযোগে ডিভিসির সবকটি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিমাণ কমলেও আজও  জল ছাড়ে ডিভিসি।