Last Updated: Thursday, November 7, 2013, 14:18
পরমাণু কেন্দ্রর তেজস্ক্রিয়তাকে পরোয়া না করেই একা জীবজন্তু রক্ষা করে চলেছেন জাপানের কেইগো সাকামোটো। ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্র থেকে ২০ কিলোমিটার দূরে একটি এলাকায় প্রায় ৫০০ জীবজন্তুকে একা শুশ্রসা করে চলেছেন তিনি। কোনও প্রতিবন্ধকতাই দমাতে পারেনি তাঁকে। অবলা জীবজন্তুদের জন্য এখনও লড়ে যাচ্ছেন সাকামোটো।