দলকে পাশে পেয়ে আবার - Latest News on দলকে পাশে পেয়ে আবার | Breaking News in Bengali on 24ghanta.com
দলকে পাশে পেয়ে আবার কংগ্রেস সমালোচনায় গড়করি

দলকে পাশে পেয়ে আবার কংগ্রেস সমালোচনায় গড়করি

Last Updated: Sunday, October 28, 2012, 14:48

স্বমূর্তিতে বিজেপি সভাপতি নিতিন গড়করি। দূর্নীতির দায়ে অভিযোগের চাপে ২ দিন আগে পর্যন্ত ব্যাকফুটে চলে গিয়েছিলেন গড়করি। তাঁর দলীয় পদ আদপে বজায় থাকবে কিনা তা নিয়েও বিস্তর সংশয় ছিল। তাই কয়েক দিনের জন্য মুখে কুলুপ এঁটেছিলেন তিনি।