Last Updated: Wednesday, May 1, 2013, 15:40
১৯৮৪-এর শিখ দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারের বেকসুর খালাসের প্রতিবাদে রাস্তায় নামল দিল্লি। প্রতিবাদকারীদের মধ্যে বেশীরভাগই দাঙ্গার শিকার হওয়া পরিবারগুলির সদস্য। গতকাল কারকাডুমার বিশেষ সিবিআই আদালত সজ্জন কুমারকে ১৯৮৪-র দাঙ্গা সংক্রান্ত মামলায় মুক্তি দেয়।