Last Updated: Tuesday, January 8, 2013, 18:23
দিল্লি গণধর্ষণ কাণ্ডে নিগৃহীতার ঘাড়ে `আংশিক দোষ` চাপানোর পর এবার এবার সমালোচকদের `গর্জনকারী কুকুর` বললেন বাপু আসারাম। আজ ভক্তকুলের উদ্দেশে অনুশোচনাহীন আসারাম বলেন, "প্রথমে একটা কুকুর ডাকে। তার পর সব কুকুররা ডাকতে শুরু করে। হাতি যদি কুকুরের পিছনে দৌড়তে শুরু করে তাহলে হাতিরই সম্মান কমে। আমি কেন ওদের পিছনে ছুটব?" তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করার জন্য মিডিয়াকেও একহাত নেন তিনি।