Last Updated: Monday, October 7, 2013, 15:32
থিমের পুজো নয়, নজরকাড়া মণ্ডপ নয় এইসব পুজোর গরিমা তাদের ঐতিহ্য, সংস্কৃতিতে রাজ্যের বিভিন্ন রাজবাড়ির, জমিদারবাড়ির, কেউ বা আবার দরিদ্র ব্রাহ্মণ ঘরের। এইসব পুজোর কারও বয়স ১০০, কারও ৩০০, কারও আবার আরও বেশি। কোথাও গৌরবর্ণা, কোথাও কৃষ্ণবর্ণা। কেউ চতুর্ভূজা, কেউ অষ্টভূজা, কেউ বা আবার দশভূজা।