Last Updated: Sunday, November 18, 2012, 12:04
নতুন বাস ভাড়া নিয়ে রীতিমতো নাজেহাল রাজ্য সরকার। যাত্রী অসন্তোষে শহরতলির বাসের ভাড়ার কিছুটা পুনর্বিন্যাস করা হলেও দুরপাল্লার বাসগুলির ক্ষেত্রে কিন্তু ভাড়া রীতিমতো আকাশছোঁয়া। গড়ে বাস ভাড়া বেড়েছে ৪০ শতাংশেরও বেশি। পরিবহন সূত্রে খবর, যাত্রী অসন্তোষে এবার দুরপাল্লার বাসের ভাড়াও পুনর্বিন্যাস করতে চলেছে সরকার।