Last Updated: Tuesday, March 19, 2013, 21:07
ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় অপরাধীদের কড়া শাস্তি দিতে সংসদে ভোটাভুটিতে পাশ হল ধর্ষণ বিরোধী আইন। যদিও বরাবরই রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচারের একটা বড় অংশ জুড়ে থাকে নারী সুরক্ষা সুনিশ্চিত করা। আজকের নিম্নকক্ষে সাংসদের উপস্থিতির হারে তেমনটা মনে হয়নি। এমনকী সরকার পক্ষের প্রথম সারির মন্ত্রীদের অনেকের গরহাজিরি আবারও স্পষ্ট করল, দেশের নারীদের সুরক্ষা মর্যাদা শুধু নির্বাচনী ইস্তেহারেই সীমাবদ্ধ। সবচেয়ে উল্লেখযোগ্য আজ বিল পাশের সময় সভাকক্ষে ছিলেন না কংগ্রেস সভানেত্রী ও সোনিয়া পুত্র রাহুল।