Last Updated: Monday, June 4, 2012, 20:37
টুইটার শোরগোলে সানি লিওন। জিস্ম ২`র অফিশিয়াল টুইটারে পর্ন-স্টার তথা অভিনেত্রী সানি লিওনের অন্তর্বাস পরিহিত ছবি প্রকাশ করা হয়েছে। তার সঙ্গেই জিসম টুইট, "সানি লিওনের অন্তর্বাস এবং তাঁর ও অন্যান্য অভিনেতাদের পোশাক চ্যারিটির জন্য নিলামে উঠবে... ক্রেতার খোঁজ চলছে।"