Last Updated: Wednesday, January 16, 2013, 19:08
নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। পাক সেনার বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ছিলই। কিন্তু এবার সীমান্ত পেরিয়ে ভারতীয় ভুখণ্ডে ল্যান্ডমাইন রাখার অভিযোগ উঠল। প্রমাণ হিসেবে সেই ল্যান্ডমাইনের ছবি প্রকাশ করেছে সেনাবাহিনী। সেনা সূত্রে খবর গত সোমবার পুঞ্চে ফ্ল্যাগ মিটিংয়ে ওই ল্যান্ডমাইনের পেশ করা হলেও, পাক সেনা তা নিতে অস্বীকার করে। ল্যান্ডমাইনগুলি যে পাকিস্তানে তৈরি, তা ছবি থেকে পরিষ্কার।