Last Updated: Monday, December 24, 2012, 20:24
জমির উর্ধ্বসীমা আইন কোনওভাবেই বদল করা হবে না। নেতাজি ইন্ডোরে মিলন মেলার উদ্বোধন করে আরও একবার জমির প্রশ্নে রাজ্যে সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিগগিরি নতুন শিল্পনীতি ঘোষণার তোড়জোড় শুরু করলেও, মুখ্যমন্ত্রীর আজকের মন্তব্যে পর সেই নতুন শিল্পনীতি কতটা শিল্প সহায়ক হবে তানিয়ে প্রশ্ন উঠছে শিল্পমহলেই।