Last Updated: Wednesday, June 18, 2014, 12:16
শ্লীলতাহানির অভিযোগের মাঝে এসে পড়েছে ত্রিকোণ প্রেম। এ বার ত্রিকোণ প্রেমের মাঝে এসে পড়ল মাফিয়া ডন। নেস ওয়াদিয়ার বাবা বললেন করলেন প্রীতি জিন্টার শ্লীলতাহানির মিথ্যা অভিযোগের পরই তাঁদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে এক আন্ডারওয়ার্ল্ড ডন।