Last Updated: Tuesday, January 29, 2013, 21:46
আগামি নয়ই ফেব্রুয়ারির ডার্বি ম্যাচও নৈশালোকে হচ্ছে না। এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। স্টেডিয়ামের বাইরে সৌন্দর্য্যায়নের কাজ চললেও ভিতরে ফ্লাডলাইটের কাজ এখনও অধরাই। গোটা রাজ্যের সৌন্দর্য্যায়নের মতই এবার সৌন্দর্য্যায়নের পথে যুবভারতী ক্রীড়াঙ্গন। স্টেডিয়ামে বসছে সিসিটিভি ক্যামেরা। বাইরে সৌন্দর্য্যায়নের জন্য বসছে দেড়শোটি বাতিস্তম্ভ। বসানো হচ্ছে চোখধাঁধানো ফোয়ারাও।