Last Updated: Thursday, February 7, 2013, 15:26
আর মাত্র এক সপ্তাহ। তারপরেই সেই বিশেষ দিন। প্রেমের দিন। যেদিন সবকিছুই মনে হয় একটু আলাদা। সাজ-পোশাক, খাবার-দাবার সবকিছুতেই থাকে একটা প্রেম প্রেম গন্ধ। ওই দিনটা যদি আপনার হাতে সময় কম থাকে, তাহলে বাইরে কোথাও না গিয়ে বাড়িতেই ছোট ক্যান্ডেল লাইট টি-দিয়ে দু`জনে কাটিয়ে নিতে পারেন কিছুটা নিভৃত সময়।