পশ্চিম মেদিনীপুরের ক - Latest News on পশ্চিম মেদিনীপুরের ক| Breaking News in Bengali on 24ghanta.com
জঙ্গলমহলে গ্রেফতার মাওবাদী নেতা

জঙ্গলমহলে গ্রেফতার মাওবাদী নেতা

Last Updated: Saturday, October 6, 2012, 22:47

পশ্চিম মেদিনীপুরের কাঁদনাশোলের জঙ্গল থেকে এসটিএফ-এর হাতে গ্রেফতার হল মাওবাদী নেতা মানসিং মুর্মু। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকাল সাড়ে দশটা নাগাদ গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, মানসিং মুর্মু মাওবাদী নেতা রঞ্জন মুণ্ডা স্কোয়াডের অন্যতম সদস্য। এই নিয়ে গত একমাসে এই স্কোয়াডের চারজনকে গ্রেপ্তার করা হল। ঝাড়গ্রামের পুলিশ সুপার ভারতী ঘোষ জানান, ধৃত এই মাওবাদীর বিরুদ্ধে একাধিক সিপিএম নেতা-কর্মীকে খুনের অভিযোগ রয়েছে।