Last Updated: Saturday, September 28, 2013, 15:18
ফের প্রকৃতির রোষে পাকিস্তান। চারদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে ৩০০ জনের মৃত্যু হওয়ার পর আজ ফের দক্ষিণ পশ্চিম পাকিস্তান কেঁপে উঠল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। এই ভূমিকম্প `আফটার শক` নয়, নতুন করে কম্পন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল আওরান জেলার উত্তর পূর্বে ৯৬ কিলোমিটার দূরে। স্থানীয় সময় দুপুর ১২.৩৪ টা নাগাদ এই কম্পন অনুভূত হয়।