পারমিট বাতিল - Latest News on পারমিট বাতিল| Breaking News in Bengali on 24ghanta.com
বাস ধর্মঘটে যোগ দিলে পারমিট বাতিলের নির্দেশ মদনের

বাস ধর্মঘটে যোগ দিলে পারমিট বাতিলের নির্দেশ মদনের

Last Updated: Saturday, September 14, 2013, 23:43

১৯ এবং ২০ সেপ্টেম্বরের বাস ধর্মঘট আটকাতে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। শনিবার পরিবহণ মন্ত্রী মদন মিত্র বলেন, ধর্মঘটে যোগ দিলে বাতিল করা হবে বাসের পারমিট। একইসঙ্গে তিনি জানান, ধর্মঘটে রাস্তায় বাস নামিয়ে কোনও ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে বিমা সংস্থা।