Last Updated: Thursday, November 21, 2013, 14:27
জীবনের অন্যতম পার্টনারশিপ ছিল তাঁর সঙ্গে। বলা যেতে পারে বেড়ে ওঠার অন্যতম সঙ্গী ছিলেন তিনি। কিন্তু অবসরের সচিনের পার্টিতে দেখা গেল না তাঁকে। বন্ধু, সতীর্থ মিলিয়ে প্রায় সাড়ে চারশো জন নিমন্ত্রিত এসেছিলেন সচিনের পার্টিতে। কিন্তু দেখা গেল না বিনোদ কাম্বলিকে।