Last Updated: Sunday, June 10, 2012, 16:17
জিটিএ-তে পাঁচ মৌজা অন্তর্ভুক্তির সুপারিশ নিয়ে আজ দুটি পৃথক বৈঠকে বসেছে গোর্খা জনমুক্তি মোর্চা ও আদিবাসী বিকাশ পরিষদ। গতকাল প্রকাশিত হওয়া রিপোর্টে জিটিএ-তে পাঁচ মৌজা অন্তর্ভুক্তির সুপারিশের বিরোধিতায় আজ আলোচনায় বসেছে মোর্চা। অন্যদিকে, আজ আলোচনায় বসেছে আদিবাসী বিকাশ পরিষদও। আজ দুপুরেই মালবাজারে ওই বৈঠক শুরু হয়েছে।