Last Updated: Monday, October 7, 2013, 15:12
যতই ফোস্কা পড়ুক, যতই খুঁড়িয়ে হাটা সঙ্গী হোক উৎসবের সন্ধ্যাগুলোর, নতুন জুতো না হলে পুজোর রোশনাই অনেকটাই ফিকে। কিন্তু জুতো তো শুধু কিনলেই হয় না। পোষাক, সময়, সব কিছুর সঙ্গেই মাননসই হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই বাজারে এখন কী ইন আর কী আউট তার এক ঝলক দেখে নেওয়া যাক।