Last Updated: Sunday, March 17, 2013, 15:21
শিলাদিত্য চৌধুরীর পর এবার প্রতাপ নস্কর। প্রশ্ন করায় পুরমন্ত্রীর রোষের
মুখে পড়তে হল মহেশতলার ষোলোবিঘা বস্তির বাসিন্দা প্রতাপ নস্করকে।আজ দুপুরে
ষোলোবিঘার পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ
হাকিম। সেসময় স্থানীয় বাসিন্দা প্রতাপ নস্কর তাঁকে প্রশ্ন করেন, ঘটনাস্থলে
মুখ্যমন্ত্রী আসেননি কেন? আর তাতেই ক্ষুদ্ধ হন পুরমন্ত্রী। সঙ্গে সঙ্গে
তাঁকে আটক করে পুলিস।