Last Updated: Wednesday, May 15, 2013, 20:06
বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে প্রোমোটার-আশ্রিত দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হল পুর ইঞ্জিনিয়ারদের। হামলা চালানো হল বরো অফিসেও। এ ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত পুর ইঞ্জিনিয়াররা। এক মাস আগেই মহাকরণে বৈঠক ডেকে পুর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরেও পুর আধিকারিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় অভিযোগ উঠেছে প্রশাসনিক নিষ্ক্রিয়তার। শাসকদলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।