Last Updated: Friday, May 3, 2013, 14:02
গার্ডেনরিচকাণ্ডে পুলিসকর্মী খুনের মামলায় চার্জশিট জমা দিল সিআইডি। মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিআইডির গোয়েন্দারা। পুলিসকর্মী তাপস চৌধুরীর হত্যার ঘটনায় ১৫ নম্বর বরোর চ্যায়রম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্নাকে মূল অভিযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে চার্জশিটে।