Last Updated: Thursday, August 15, 2013, 10:07
পেঁয়াজের দামে লাগাম পড়াতে আলাদাভাবে উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য। দিল্লির তরফে রাশ টানা হয়েছে পেঁয়াজের রফতানিতে। পাকিস্তান ও ইরান থেকে অবিলম্বে পেঁয়াজ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে ন্যাফেডকে। কলকাতায় ছটি জায়গায় ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কৃষি বিপণন দফতর। কর্ণাটক থেকেও বাড়তি পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।