প্যারাফিন - Latest News on প্যারাফিন| Breaking News in Bengali on 24ghanta.com
দীপাবলিতে দর গলছে মোমবাতির

দীপাবলিতে দর গলছে মোমবাতির

Last Updated: Sunday, November 11, 2012, 10:37

দীপাবলি। আলোর রোশনাই। আলোর উত্‍সবে চিরাচরিত মাটির প্রদীপ বা মোমবাতি আজ পিছনের সারিতে। বাজারচলতি হরেক রকমের আলোর ভিড়ে মোমবাতির চাহিদা খানিকটা পড়তির দিকে। তারপর, মোমবাতি তৈরির জন্য প্রয়োজনীয় প্যারাফিনের দাম বেড়েছে। ফলে লাভের হার কমেছে মোমবাতি প্রস্তুতকারীদের। কাঁচামালের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় সমস্যার মধ্যে মোমবাতি শিল্প।