Last Updated: Saturday, May 26, 2012, 18:25
আইপিএল ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল চেন্নাই। চেন্নাইয়ের সামনে যেমন টুর্নামেন্টে খেতাব জয়ের হ্যাটট্রিক করার হাতছানি, তেমনই নাইটদের সামনে প্রথবার ফাইনালে উঠে প্রথম খেতাব জয়ের সুযোগ। দু`দলই তাই ম্যাচ জিততে মরিয়া।