প্রধানমন্ত্রীর শোকজ্ - Latest News on প্রধানমন্ত্রীর শোকজ্| Breaking News in Bengali on 24ghanta.com
কুয়াশায়, প্রহরায় অন্ত্যেষ্টি তরুণীর

কুয়াশায়, প্রহরায় অন্ত্যেষ্টি তরুণীর

Last Updated: Sunday, December 30, 2012, 11:19

প্রতিবাদের আগুন এখনও জ্বলছে। এরইমধ্যে, সিঙ্গাপুর থেকে দিল্লি নিয়ে আসা তরুনীর দেহের অন্ত্যেষ্টি সম্পন্ন হল কড়া পুলিসি নিরাপত্তায়। রাজধানী পৌছানোর কয়েক ঘণ্টার মধ্যেই অন্ত্যেষ্টি কাজ শেষ হয়। রবিবার ভোররাতে দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। সেখানেই অন্ত্যেষ্টির আগের রীতি সম্পন্ন হয়। তারপর কুয়াশা ঢাকা দ্বারকায় তাঁর শেষকাজ সমাধা হয়। অন্ত্যেষ্টির স্থল ঘিরে ছিল কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয় র‍্যাফ।