Last Updated: Monday, December 3, 2012, 20:40
পুরুলিয়া সফর থেকেই কার্যত পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুটমুড়ার সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা পঞ্চায়েতগুলিতে কোনও কাজই হচ্ছে না। তৃণমূলের হাতে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ এলে কাজে আরও গতি আসবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে জেলার উন্নয়নে আজ একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।