Last Updated: Sunday, July 8, 2012, 22:34
রেললাইনে ত্রুটির কারণেই লাইনচ্যুত হয়েছে শিয়ালদহগামী বজবজ লোকাল। দুর্ঘটনার পর তদন্তে নেমে এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারী অফিসারদের। একইসঙ্গে স্পষ্ট হয়েছে রেল লাইনের রক্ষণাবেক্ষণের অভাবের দিকটিও। তিন নম্বর ট্র্যাকের নয়টি প্যানড্রোল ক্লিপ ভাঙা অবস্থায় দেখতে পান রেলের আধিকারিকরা। চারটি ক্লিপের কোনও হদিশ মেলেনি। সবমিলিয়ে ফের প্রশ্নের মুখে রেলের যাত্রীসুরক্ষা।