Last Updated: Tuesday, April 16, 2013, 14:01
প্রেসিডেন্সি হামলার ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়ার পর আজ বিশ্ববিদ্যালয়ে ঘুরে গেলেন অমল মুখোপাধ্যায়। মানবাধিকার কমিশনের তরফে আগামী বৃহস্পতিবার থেকে ওই তদন্ত শুরু হবে বলে তিনি জানান। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ অনেকের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্সি কলেজের ওই প্রাক্তন অধ্যক্ষ। ১৫ দিনের মধ্যেই কমিশনকে তিনি রিপোর্ট জমা দেবেন বলে জানান অমল মুখোপাধ্যায়।